কি সেবা কীভাবে পাবেন
How to get the key service
প্রশাসনিক সেবাঃ
১। জেলা পর্যায়ে- উপপরিচালক, পরিবার পরিকল্পনা, জেলা পরিষদ ভবন, ঠাকুরগাঁও। ফোনঃ ০৫৬১-৫৩৪৯০।
২। উপজেলা পর্যায়ে- উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার(ক্লিনিক/এমসিএইচ-এফপি)।
সহায়ক সেবাঃ
পরিবার পরিকল্পনা বিভাগ হতে বিভিন্ন পর্যায়ের সেবা কেন্দ্রে বিভিন্ন ধরণের সেবা ও পরামর্শ প্রদান করা হয়। প্রয়োজনে উচ্চতর সেবাকেন্দ্রে রেফার করা হয়।
ক্রমিক নং |
সেবা কেন্দ্রের অবস্থান |
সেবা কেন্দ্রের নাম |
সেবা প্রদানকারী |
প্রাপ্ত সেবা |
|
১ |
জেলা পর্যায়ে |
মা ও শিশু কল্যাণ কেন্দ্র (মাতৃ সদন) |
১।এমবিবিএস ডাক্তার, ২।সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা, ৩।পরিবার কল্যাণ পরিদশিকা(FWV)
|
১।সিজার ২।নরমাল ডেলিভারী ৩।গর্ভকালীন সেবা, ৪।গর্ভোত্তর সেবা, ৫।জরায়ুর মুখের ক্যান্সার পরীক্ষা, ৬।মা ও শিশু স্বাস্থ্য সেবা ৭।গর্ভ নিরোধক সকল উপকরণ ও সকল ব্যবস্থা {খাবার বড়ি (সুখী), কনডম, ইনজেকটেবল, আইইউডি(কপার-টি), ইমপ্লানন, স্থায়ী পদ্ধতি (পুরুষ), স্থায়ী পদ্ধতি (মহিলা)} |
|
২ |
উপজেলা পর্যায়ে |
সদর ক্লিনিক/ এমসিএইচ ইউনিট, পরিবার পরিকল্পনা (উপজেলা হাসপাতালের ভিতর) |
১।এমবিবিএস ডাক্তার, ২।সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা, ৩।পরিবার কল্যাণ পরিদশিকা(FWV) |
১।মা ও শিশু স্বাস্থ্য সেবা ২।গর্ভকালীন সেবা, ৩।গর্ভোত্তর সেবা, ৪।গর্ভ নিরোধক সকল উপকরণ ও সকল ব্যবস্থা {খাবার বড়ি (সুখী), কনডম, ইনজেকটেবল, আইইউডি(কপার-টি), ইমপ্লানন, স্থায়ী পদ্ধতি (পুরুষ), স্থায়ী পদ্ধতি (মহিলা)} |
|
৩ |
ইউনিয়ন পর্যায়ে |
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র (ইউনিয়ন হাসপাতাল /আরডি/এফডব্লিউসি) |
১।সাব এ্যাসিস্টেন্ট কমিউনিটি মেডিকেল অফিসার(SACMO) ২।পরিবার কল্যাণ পরিদশিকা(FWV) |
১।মা ও শিশু স্বাস্থ্য সেবা ২।গর্ভকালীন সেবা, ৩।গর্ভোত্তর সেবা, ৪।গর্ভ নিরোধক সকল উপকরণ ও সীমিত ব্যবস্থা {খাবার বড়ি (সুখী), কনডম, ইনজেকটেবল, আইইউডি(কপার-টি)} |
|
৪ |
ওয়াড পর্যায়ে |
কমিউনিটি ক্লিনিক (সিসি) |
পরিবার কল্যাণ সহকারী(FWA) |
১।মা ও শিশু স্বাস্থ্য সেবা/পরামর্শ ২।গর্ভ নিরোধক সকল উপকরণ {খাবার বড়ি (সুখী), কনডম, ইনজেকটেবল} |
|
৫ |
গ্রাম পর্যায়ে |
স্যাটেলাইট ক্লিনিক |
১।পরিবার কল্যাণ পরিদশিকা(FWV) ২।পরিবার কল্যাণ সহকারী(FWA) |
১।মা ও শিশু স্বাস্থ্য সেবা/পরামর্শ ২।গর্ভ নিরোধক সকল উপকরণ ও সীমিত ব্যবস্থা {খাবার বড়ি (সুখী), কনডম, ইনজেকটেবল, আইইউডি(কপার-টি)} |
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস